
ভোজ্যতেলের বাজারে যুক্ত হয়েছে নতুন তিন ব্র্যান্ড। শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য প্রস্তুতকারক এসিআই তাদের পণ্যের ঝুড়িতে যোগ করেছে সয়াবিন তেল। বাকি দুই ব্র্যান্ড এনেছে আবদুল মোনেম গ্রুপ ও প্লাটিনাম গ্রুপ। এ ছাড়া আরও বেশ কয়েকটি কোম্পানি সম্ভাবনাময় ভোজ্যতেলের বাজারে নাম লেখাতে পরিকল্পনা করছে বলে জানিয়েছেন এ খাত সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা গেছে, পিওর ব্র্যান্ডের সয়াবিন তেল সম্প্রতি বাজারে ছেড়েছে এসিআই। অবশ্য বেশ কিছুদিন আগে থেকেই রাইস ব্র্যান অয়েল বাজারে রয়েছে তাদের। অন্যদিকে ঈদ উপলক্ষে ন্যাচার ফ্রেশ রাইস ব্র্যান অয়েল নিয়ে এসেছে আবদুল মোনেম। আর নিজেদের গ্রুপের নামেই সরিষা ও সয়াবিন তেল বাজারজাত করছে প্লাটিনাম। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সানফ্লাওয়ার ও অলিভ অয়েল বাজারে ছাড়বে।